Roshmita Hojai case Uttarakhand police found dissied body at Hrishikesh dgtl
Death
রাজা রঘুবংশী খুন নিয়ে তোলপাড় সমাজে, অসমের মেয়ের দেহ উদ্ধার হৃষীকেশে, জানে না দেশ!
দিল্লিতে রেলের পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হন রশ্মিতা হোজাই। ৫ দিন পর উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ। নয়া দিল্লি থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে। হৃষীকেশে।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৮:৫৯
Share:Save:
সোনতিলা গ্রামে কয়েক ঘর হোজাই পরিবারের বাস। প্রত্যেকেই আদিবাসী। দিমাসা সম্প্রদায়ের। রশ্মিতা এই গ্রামের মেয়ে। অনেক স্বপ্ন নিয়ে গ্রাম ছেড়ে একদিন পৌঁছন শহর। আর ফেরেননি। রশ্মিতা কি খুন হয়েছেন? না কি আত্মহত্যা করেছেন? কেন এক আদিবাসী মেয়ের জীবন এ ভাবে শেষ হল?