Advertisement
১৯ এপ্রিল ২০২৪
SSC Recruitment

মেডিক্যাল পরীক্ষা করাতে জোকার হাসপাতালে নিয়ে যাওয়া হল অর্পিতাকে, এর পরেই আদালতে পেশ

রবিবার ব্যাঙ্কশাল আদালত থেকে সিজিও কমপ্লেক্সে অর্পিতাকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। অর্পিতা যে গাড়িতে বসেছিলেন, সেটি দুর্ঘটনার মুখে পড়ে। চোট পান অর্পিতা। তবে গুরুতর নয়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৩:৪৫
Share: Save:

জোকায় ইএসআই হাসপাতালে পৌঁছলেন অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হবে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জোকার হাসপাতালে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

রবিবার সকালে অর্পিতার স্বাস্থ্যপরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। দুপুরে ইডির বিশেষ আদালতে তোলা হয় ‘পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ’কে। তাঁকে এক দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। রবিবার আদালতে অর্পিতার শুনানি চলাকালীন ইডির পক্ষ থেকে সওয়ালে বলা হয়, ‘‘যা পাওয়া গিয়েছে, তা পেঁয়াজের মতো, খোসা ছাড়ালেই পাওয়া যাবে নতুন তথ্য।’’সোমবার আবারও অর্পিতাকে আদালতে পেশ করা হবে।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের আবাসনে অভিযান চালিয়ে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পাশাপাশি উদ্ধার করা হয়েছে, ৭৬ লক্ষ টাকার গয়না এবং ১৮টি মোবাইল। বিদেশি মুদ্রাও পাওয়া গিয়েছে। শনিবার বিকেলের পর অর্পিতাকে গ্রেফতার করে ইডি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE