Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Chimpanzee Babu

শিম্পাঞ্জির সঙ্গে ২৬ বছরের সম্পর্ক, গৌতমের ভালবাসায় চিড়িয়াখানায় সন্তানের মতো বড় হল বাবু

চোখে চোখ, হাতে তালি, কথা বলে যায় দুই বন্ধু— চিড়িয়াখানার এই প্রগাঢ় বন্ধুত্বের সাক্ষী থাকে আমজনতা।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ১৬:৪৫
Share: Save:

এক আধটা বছর নয়, এ সম্পর্ক দীর্ঘ আড়াই দশকের। চিড়িয়াখানার সব থেকে পুরনো আবাসিক শিম্পাঞ্জি বাবুর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছেন গৌতম বাগ। ২৬ বছর ধরে তাঁরা একে অপরকে চেনেন, জানেন, বোঝেন। সন্তান স্নেহে লালন করা বাবুকে না দেখলে মন খারাপ হয়ে যায় গৌতমের। তাঁর কথায়, যত ক্ষণ না বাবুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, তত ক্ষণ ‘মর্নিং গুড’ হয় না চিড়িয়াখানার বয়ঃজ্যেষ্ঠ সদস্যের। বাবু কথা বলতে পারে না, কিন্তু ইশারা আর অভিব্যক্তিতেই বুঝিয়ে দেয়। বন্ধু ডাকলে সাড়া দেবে না, এমন সাধ্যি তার নেই। বিরাট ‘এনক্লোজ়ারে’র এক পারে শিম্পাঞ্জি বাবু আর অন্য পারে তার ‘কেয়ার টেকার’ গৌতম বাগ। মাঝে কাচের ‘ব্যারিকেড’। চোখে চোখ, হাতে তালি, কথা বলে যায় দুই বন্ধু— চিড়িয়াখানার এই প্রগাঢ় বন্ধুত্বের সাক্ষী থাকে আমজনতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE