Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৯ অগস্ট ২০২২ ই-পেপার

URL Copied

ভিডিয়ো

Mahesh Rath: ৬২৬ বছরে পড়ল মাহেশের রথ, ভোগ খেলেন মদন, কল্যাণ

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর ০১ জুলাই ২০২২ ২০:২৫


কোভিডের কারণে গত দু’বছর বন্ধ ছিল হুগলির মাহেশের রথ। পুরীর পর দেশের সব থেকে পুরনো এই রথে এ বার ফিরল পুরনো সেই চেনা ছবি। ৬২৬ বছরের এই রথযাত্রায় এ বার শ্রীরামপুরে ভিড় জমিয়েছেন প্রায় পাঁচ লক্ষ মানুষ। তৃণমূল বিধায়ক মদন মিত্র এসেছিলেন মাহেশের রথযাত্রায় অংশ নিতে। এসেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভোরে মন্দিরে বসেই ভোগ খান জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সঙ্গে সেই প্রসাদ গ্রহণ করার জন্য মানুষের ঢল নামে। ভোগের জন্য কুপনের ব্যবস্থা করা হয়। বাড়িতে বসে অনলাইনে ভোগ পাওয়ার ব্যবস্থা করে মাহেশের রথ কমিটি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সবার সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করতে দেখা যায়।


AdvertisementAdvertisement