Advertisement
২৩ সেপ্টেম্বর ২০২৩
Jute Cultivation

বৃষ্টির দেখা নেই , রাজ্য জুড়ে তীব্র দাবদাহ, পাট চাষীদের পেটে লাথি

প্রায় সাত হাজার বিঘা জমিতে পাট চাষ করা হয়েছে। তার বেশিরভাগ অংশই তীব্র তাপপ্রবাহে ঝলসে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৬:৩৭
Share: Save:

প্রায় এক মাস ধরেই চলছে তীব্র তাপপ্রবাহ। বৃষ্টি নেই ।এই অবস্থায় জমিতে পুড়ে খাক হয়ে যাচ্ছে ফসল শাকসবজি। এর মধ্যে অন্যতম পাট। মালদহ জেলাতে ৩১ হাজার ৩৬৮ হেক্টর জমিতে পাট চাষ হয়। রতুয়া, হরিশ্চন্দ্রপুর, চাঁচল,গাজোল, মানিকচক সহ প্রায় ১৫টি ব্লকের কয়েক হাজার কৃষক এই চাষ করেন। প্রায় ৮৬ হাজার ৫০৯ মেট্রিক টন পাট উৎপাদন হয় এই জেলাতে। কিন্তু এই বছর তীব্র দাবদহের ফলে জল সঙ্কট দেখা দিয়েছে। ফলে জলের অভাবে ক্ষতির মুখে পাট চাষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE