সম্পাদনা: বিজন
দেশের ৫৪তম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পেতে চলেছে ভারত। আর উত্তরপ্রদেশ পেতে চলেছে রাজ্যের তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। কানপুর, লখনউয়ের পর এবার ক্রিকেট স্টেডিয়াম বারাণসীতে। ২০২০ সালেই গুজরাতে উদ্বোধন হয়েছে ১ লক্ষ ৩২ হাজার আসন বিশিষ্ট দেশের সব থেকে বড় ক্রীড়াঙ্গন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের। এ বার নরেন্দ্র মোদীর হাত দিয়েই ভিত্তিপ্রস্তর স্থাপন হল ৩০,০০০ দর্শকাসন বিশিষ্ট ক্রিকেট স্টেডিয়ামের। বারাণসীতে ৩০ একর জায়গায় তৈরি হবে নতুন ক্রিকেট স্টেডিয়াম। প্রাথমিকভাবে ৩০ হাজার আসন থাকলেও পরবর্তীতে এই স্টেডিয়ামে আরও ১০ হাজার আসন বাড়ানো যাবে। ২০২৫ সালের মধ্যেই নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে এই স্টেডিয়াম তৈরি হওয়ার কথা। সূত্রের খবর, এই স্টেডিয়াম তৈরি করতে খরচ হবে সাড়ে চারশো কোটি টাকা। এর মধ্যে ১২০ কোটি টাকা দিচ্ছে উত্তরপ্রদেশের যোগী সরকার। বারাণসীতে স্টেডিয়াম তৈরি করতে বাকি ৩৩০ কোটি টাকা খরচ করবে বিসিসিআই।
বারাণসীর নতুন স্টেডিয়ামের কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য সম্পর্কে জানুন—
১. ক্রিকেটারদের অনুশীলনের জন্য থাকছে ৯টি পিচ
২. এইচডি সম্প্রচারের জন্য থাকবে বিশেষ প্রযুক্তি
৩. দক্ষিণ প্যাভিলিয়েনের উপরই তৈরি হবে ভিভিআইপি জ়োন
৪. রেল স্টেশন এবং বিমানবন্দর থেকে সহজেই পৌঁছে যাওয়া যাবে এই স্টেডিয়ামে
৫. অর্ধচন্দ্রের আকারে তৈরি হবে স্টেডিয়ামের ছাদ
৬. ‘ফ্লাড লাইট’ হবে ত্রিশূলের আকারের
৭. মিডিয়া সেন্টার হবে ডমরু আকৃতির
৮. বেল পাতার নকশা শোভা বৃদ্ধি করবে বারাণসীর আন্তর্জাতিক স্টেডিয়ামের
৯. স্টেডিয়ামের সিঁড়িগুলি হবে একেবারে বারাণসীর ঘাটের আদলে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy