প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর ও সুবর্ণা, সম্পাদনা: সুব্রত
সেই চেয়ার-টেবিল। ঘিরে থাকা বই। ছড়িয়ে থাকা হয়তো কোনও খসড়া। কোথাও বদলায়নি 'রায় বাড়ি'। "বদল বলতে শুধু ফেলুদার হাতে মোবাইল। তাও জরুরি পরিষেবা হিসেবে 'হত্যাপুরী'তে ফেলুদা ব্যবহার করেছে।" বললেন 'হত্যাপুরী'র পরিচালক সন্দীপ রায়। ছ'বছর পরে রায় বাড়ির ঘর থেকে ফেলুদা। তাই বড় দিনের ছুটিতে আট থেকে আশি সকলের ফেলুদা দেখার উৎসাহ আছে। তবে শুধু বড় পর্দা নয়, সিরিজে ফেলুদা এখন সৃজিত মুখোপাধ্যায় থেকে পরমব্রত চট্টোপাধ্যায় হয়ে অরিন্দম শীল সক্কলের। কেমন লাগে? "খুব ভাল। তবে বড় পর্দায় ফেলুদার স্বত্ব কাউকে দিচ্ছিনা। ছেলে সৌরদীপের জন্য তো কিছু রাখতে হবে।"নির্দিষ্ট এক বয়সে সত্যজিৎ রায় পুত্র সন্দীপকে ছবির জগতে নিয়ে এসেছিলেন। সেই প্রবহমানতায় সত্যজিৎ পুত্র সন্দীপ এবার ছেলে সৌরদীপকে ছবির জগতে বড় ভাবনায় নিয়ে আসবেন। দর্শক সেই নির্মাণের অপেক্ষায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy