Advertisement
২৫ এপ্রিল ২০২৪
boat

চাহিদা নেই বলাগড়ের নৌকা শিল্পের, লোহার নৌকা জায়গা কেড়েছে কাঠের, হতাশায় শিল্পীরা

নিজস্ব সংবাদদাতা
বলাগড় শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ ২১:৩১
Share: Save:

করোনা-প্রভাব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিভিন্ন শিল্প। ঘুরে দাঁড়াচ্ছে বিভিন্ন উৎপাদন ক্ষেত্রও। তবে বলাগড়ের নৌ-শিল্পের হাল ফেরেনি। বেশ কয়েক বছর ধরেই ধুঁকছে বলাগড়ের নৌ-শিল্প। একটা সময় শ’দেড়েক কারখানা ছিল। বর্তমানে সেই সংখ্যা আটত্রিশে গিয়ে ঠেকেছে। আগে কাঠের তৈরি নৌকা চলত গঙ্গা-সহ একাধিক নদীতে। মৎস্যজীবীদের প্রধান ভরসাই ছিল কাঠের তৈরি নৌকা। কিন্তু সে সব এখন অতীত। লোহার নৌকা বাজারে আসায় কাঠের নৌকার কদর কমতে শুরু করেছে। চাহিদার অভাবে ধুঁকছে বলাগড়ের নৌ শিল্প। অভিযোগ, এ সবের উপর রয়েছে ‘পুলিশের জুলুমবাজি’। ভিন্‌ রাজ্যে যাওয়ার সময় পুলিশকে টাকা দিতে হয় বলে অভিযোগ নৌকা-কারিগরদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE