Advertisement
২৮ মে ২০২৪
Bhangar

পুড়িয়ে দেওয়া গাড়ির সারি, জলে ভেজানো বোমা, কার্তুজের বাক্স: হিংসা পরবর্তী ভাঙড়ের খণ্ডচিত্র

আইএসএফ ও তৃণমূল দু'দলেরই দাবি তাদের দলের এক জন করে মারা গিয়েছেন বৃহস্পতিবারের সংঘর্ষে।

প্রতিবেদন- প্রিয়ঙ্কর, চিত্রগ্রহণ ও সম্পাদনা- সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ২০:২৮
Share: Save:

শুক্রবার সকালের বিজয়গঞ্জ বাজার। বৃহস্পতিবার আগুন ধরিয়ে দেওয়া গাড়িগুলো থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে। পড়ে আছে কার্তুজের খালি বাক্স, বন্দুকের বাঁট, আর একটি তাজা বোমা। স্থানীয় বাসিন্দাদের মুখে তখনও আতঙ্কের ছাপ। সাংবাদিক দেখেই ক্ষোভ উগরে দিচ্ছেন উপস্থিত আইএসএফ সমর্থকেরা। তাঁদের নিশানা তৃণমূলের দিকে। তৃণমূল অবশ্য সব অভিযোগ অস্বীকার করে পাল্টা দোষ চাপাচ্ছে নওশাদের দলের উপরে। আর দু'পক্ষের লড়াইয়ে যুদ্ধক্ষেত্রের ছবি ভাঙড়ের ব্যস্ত বাজারে।

মঙ্গলবার থেকেই পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে বোমা-গুলির লড়াইয়ে উত্তপ্ত ভাঙড়। বৃহস্পতিবার, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন শাসক-বিরোধী সংঘর্ষের মাত্রা আরও বাড়ে। আইএসএফ ও তৃণমূল দুই দলেরই দাবি তাদের এক জন করে কর্মী গুলির আঘাতে মারা গিয়েছেন। রাতে আরও একটি মৃতদেহ উদ্ধার হয়। তবে সেটি কার দেহ তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE