প্রতিবেদন: বৃষ্টি, চিত্রগ্রহণ: ঋতুপর্ণা, সম্পাদনা: সৈকত
উত্তমকুমার, যীশু, আবীর, পরমব্রত, অনির্বাণের পরে তালিকায় জুড়ে গেল দেবের নাম। বিরসা দাশগুপ্তের পরিচালনায় বড় পর্দায় আসছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। সম্প্রতি ছবির প্রথম ঝলকে জুটির চেনা রসায়ন নিয়ে হাজির দেব-রুক্মিণী। “আজ পর্যন্ত যে যে ব্যোমকেশ করা হয়েছে পর্দায়, তার থেকে চরিত্রটা একটু আলাদা করতে চেয়েছি,” বললেন দেব।
ছবি নিয়ে আবেগপ্রবণ দেবের সত্যবতী, “এই স্কেলে অনেক বছর কোনও বাংলা ছবি হয়নি।” ১১ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। “ব্যোমকেশের সঙ্গে আমার থাকা-খাওয়া। আমার কাছের মানুষ ব্যোমকেশ,” বললেন চিত্রনাট্যকার শুভেন্দু দাশ মুন্সী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy