বেআইনি ভাবে জমি দখল করে রাখার যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ ‘ভিত্তিহীন’। জমি বিতর্কে এ বার বিশ্বভারতী কর্তৃপক্ষকে পাল্টা চিঠি দিলেন অমর্ত্য সেন। তাঁর আইনজীবীর পাঠানো চিঠিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অধ্যাপক সেনের মতো ‘নমস্য’ ব্যক্তির বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ অভিযোগ তুলে তাঁর সম্মানহানি করা হচ্ছে। এ জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষকে সংবাদমাধ্যমে ক্ষমা চাইতে হবে। তা না হলে আইনি পথে হাঁটা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিঠিতে। এ ছাড়াও জমি বিতর্কে অর্থনীতিবিদকে একের পর এক চিঠি দেওয়াও বন্ধ করতে বলা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy