প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ: সুব্রত ও প্রিয়ঙ্কর, সম্পাদনা: সুব্রত
একটি গানের জন্ম। ‘তুমি আমার হিরো’। অভিজিৎ সেনের নতুন ছবি ‘প্রজাপতি’র গান। বুধবারই সমাজমাধ্যমে প্রকাশ পেয়েছে অনুপম রায়ের লেখা, সুর করা গান। এই গান তিনি নিজেই গেয়েছেন। বাবা-ছেলের সম্পর্কের গল্প বলবে অভিজিতের এই ছবি। গানে সেই সুরই বেঁধেছেন অনুপম। তাঁর জীবনের নায়ক কে? মিঠুনের সঙ্গে প্রথম বার কাজ করার অভিজ্ঞতা কেমন? এ সব প্রশ্ন নিয়ে আনন্দবাজার অনলাইন মুখোমুখি অনুপম রায়ের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy