প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ ও সম্পাদনা: অলোক
কলকাতা আন্তর্জাতিক বইমেলা চলছে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত মানুষের ঢল সল্ট লেকের করুণাময়ী সংলগ্ন মাঠে। বই দেখা, কেনাবেচার পাশাপাশি রসনা তৃপ্ত করতে ভুলছেন না বইমেলায় আসা জনতা। রসেবশে থাকা বাঙালি তাঁদের বইমেলার খাওয়াদাওয়ার স্বাদ ভাগ করে নিলেন আনন্দবাজার অনলাইনের সঙ্গে।