Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Bengali Theatre

শিল্পীকে ঘাড় ধাক্কা, বন্ধ নাট্যমেলা! বাম আমলের স্মৃতি ফিরল তৃণমূল জমানায়

তৃণমূলের কেক উৎসবের জন্য বন্ধ করে দেওয়া হল নাট্যমেলা! ব্রাত্য বসুকে ক্ষমা চাইতে বললেন সৌরভ পালোধি।

প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: সুব্রত

কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১৯:৩৯
Share: Save:

সংস্কৃতি চর্চার উপর আঘাত। কেক উৎসবের জন্য বন্ধ হয়ে গেল নাট্যোৎসব। বাম আমলের স্মৃতি ফিরে এল তৃণমূল জমানায়। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে ব্রাত্য বসু (উইঙ্কল টুইঙ্কল), অর্পিতা ঘোষদের নাটক (পশু খামার) বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার তাঁদের জমানাতেই বন্ধ হয়ে গেল ‘থিয়েটার ফেস্টিভ্যাল’। ২৪ এবং ২৫ ডিসেম্বর নাট্যোৎসবের আয়োজন করেছিল পূর্ব কলকাতা বিদূষক নাট্যমণ্ডলী। নাট্যকর্মী অমিত সাহার অভিযোগ, তৃণমূলের কেক উৎসবের জন্যই বন্ধ করে দেওয়া হয়েছে তাঁদের নাট্যমেলা। বেলেঘাটা রাসমেলার মাঠ, যেখানে উৎসব আয়োজনের কথা ছিল তার এক কিলোমিটারের মধ্যে কেক উৎসবের মাইকিং নিয়ে স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন মেলা উদ্যোক্তারা। অভিযোগ, নাট্যকর্মীদের কথা তো শোনাই হয়নি উল্টে তৃণমূল নেতা অলোক দাসের ঘাড় ধাক্কা খেতে হয়েছে তাঁদের। এই ঘটনার প্রতিবাদেই বুধবার ফুলবাগানে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE