প্রতিবেদন ও চিত্রগ্রহণ: সুবর্ণা, সম্পাদনা: সুব্রত
ভালবাসার টানেই গান গাইতে নামা। বাংলার মাটি, পরম্পরা ও মানুষকে ভালবাসা। দোহার। হারিয়ে যাওয়া, ফেলে আসা গান আর গানের গল্পকে আদরের পরশে বাঁচিয়ে রাখতে রোজের লড়াই ক্লান্ত করেনি দলকে। কালিকাপ্রসাদ নেই, দোহার বহন করে চলেছে তার রেখে যাওয়া ‘ব্যাটন’। ‘মাস’-এর জন্য নয়, তাঁদের গান ‘ক্লাস’ বা অন্য কিছুর জন্য, আত্মবিশ্বাসী দোহারের অন্যতম মুখ রাজীব দাস। বললেন, “একক অনুষ্ঠান সংগঠিত করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবে দোহার তাতেও পিছিয়ে আসেনি।” লকডাউনও তাঁদের জেদ প্রশমিত করতে পারেনি। শুক্রবার সন্ধ্যায় উত্তম মঞ্চে একক অনুষ্ঠানের আগে আড্ডায় দোহার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy