Advertisement
০৬ মে ২০২৪
All India Trinamool Congress

‘দল দায় নেবে না’, তৃণমূল থেকে অপসারিত শান্তনু এবং কুন্তল

মানিক ভট্টাচার্য বিধায়ক, তিনি নির্বাচিত। দল তাঁকে সরাতে পারে না। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে দল জানাবে: ব্রাত্য বসু

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১৮:২৬
Share: Save:

তৃণমূলে জোড়া অভিঘাত! শিক্ষক দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করল তৃণমূল। সাংবাদিক বৈঠক করে দুই যুবনেতার বহিষ্কারের কথা ঘোষণা করলেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা এবং ব্রাত্য বসু। কুন্তল এবং শান্তনুর কোনও দায় যে তৃণমূল নেবে না, তা পরিষ্কার করে জানিয়ে দিলেন দুই মন্ত্রীই। যৌথ সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু এবং শশী পাঁজার ঘোষণা, “টাকা নিয়ে যাঁরা ধরা পড়েছেন তাঁরাই উত্তর দেবেন। তৃণমূল অফিস থেকে তো আর টাকা উদ্ধার হয়নি। দল এর দায় নেবে না। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তনু এবং কুন্তলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।” একই সঙ্গে এ দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। ব্রাত্য বসুর বক্তব্য, “বিজেপির বিরোধিতা করলেই বাড়িতে ইডি, সিবিআই যাচ্ছে।” “যাঁকে স্টিং অপারেশনে টাকা নিতে দেখা গিয়েছে তাঁর বাড়িতে কেন্দ্রীয় সংস্থা যাচ্ছে না। সিবিআই, ইডি নিরপেক্ষ হোক, তদন্তে গতি আনুক”, আর্জি শশী পাঁজার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE