Advertisement
১৭ মে ২০২৪
Sukanta Majumdar

বিজেপির গঙ্গা আরতি কর্মসূচিতে ‘অশান্তি’, ঘাটে এসে আটক হাওড়ার বাসিন্দা

বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতি কর্মসূচিতে ‘অশান্তি’। পুলিশের সঙ্গে ধস্তাধাস্তি। রাস্তায় সুকান্ত মজুমদারের সাময়িক অবস্থান। গঙ্গার ঘাটে এসে আটক হাওড়ার বাসিন্দা।

প্রতিবেদন: তীর্থঙ্কর

কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ২১:৫৫
Share: Save:

বিজেপির গঙ্গা আরতি কর্মসূচি নিয়ে সকাল থেকেই সরগরম কলকাতা। অনুমতি ছিল না। তা সত্ত্বেও বাজে কদমতলা ঘাটে মঞ্চ বাঁধে বিজেপি। সেই মঞ্চ খুলে দেয় পুলিশ। আর সেখান থেকেই সংঘাতের সূত্রপাত। বিজেপির তরফে সজল ঘোষ দাবি করেন, সেনার অনুমতি রয়েছে। কলকাতা পুলিশের কাছে আবেদন করলেও অনুমতি পাওয়া যায়নি। পুলিশের তরফে সজল ঘোষকে প্রথমে বোঝানোর চেষ্টা করা হলেও পরে তাঁকে আটক করা। এই আবহেই এ দিন সন্ধ্যায় বাবুঘাটে গঙ্গা আরতি করলেন সুকান্ত মজুমদার। পরে পুলিশের সঙ্গে ধস্তাধাস্তি হয়। প্রতিবাদে রাস্তায় সাময়িক অবস্থান করেন সুকান্ত মজুমদার। গঙ্গার ঘাটে এসে আটক হাওড়ার বাসিন্দা। কয়েক জনের অসুস্থ হওয়ার খবরও পাওয়া গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE