সাধারণত মে মাসেই সবচেয়ে বেশি গরমের সম্মুখীন হন দিল্লিবাসী। তবে এ বছর ছবিটা আলাদা। গত কয়েক দিনের অত্যধিক বৃষ্টিপাত এক ধাক্কায় অনেকটাই নীচে নামিয়ে এনেছে রাজধানীর পারদ। যেখানে মে মাসে রাজধানীর গড় তাপমাত্রা থাকে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সেখানে বুধবার সকালে তাপমান সূচক নেমে দাঁড়াল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াসে। গত ৩৬ বছরে এ রকম স্বস্তির মে মাস দেখেননি দিল্লিবাসী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy