Advertisement
১১ মে ২০২৪
Kylian Mbappe

‘দায়িত্বের যোগ্য উত্তরাধিকার’, এমবাপের মাথায় দলপতির মুকুট কোচ দেশঁর

ফরাসি ফুটবল দলের সহ-অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হল দলের ফরোয়ার্ড আতোঁয়া গ্রিজ়ম্যানকে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২৩ ১৮:১৮
Share: Save:

হুগো লরিসের পর ফ্রান্সের অধিনায়ক করা হল কিলিয়ান এমবাপেকে। ফরাসি অধিনায়ক নির্বাচন করলেন বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ে দেশঁ। দলপতি নির্বাচন প্রসঙ্গে কোচের স্পষ্ট বক্তব্য, “অধিনায়কের দায়িত্ব নেওয়ার জন্য এমবাপে সব দিক থেকেই তৈরি।” সহ-অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হল দলের ফরোয়ার্ড আতোঁয়া গ্রিজ়ম্যানকে। এমবাপে এবং গ্রিজ়ম্যান দু’জনেই ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য। এমনকি কাতার বিশ্বকাপেও একসঙ্গে খেলেছেন এই দুই ফরাসি তারকা। আগামী শুক্রবার ২০২৪ ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের খেলায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ফ্রান্স। সেই ম্যাচেই ফরাসি অধিনায়ক হিসাবে ‘স্থলাভিষেক’ হবে এমবাপের। দেশের জার্সি গায়ে এখনও পর্যন্ত ৬৬টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ৩৬টি। কিলিয়ান এমবাপে বিশ্বের দ্বিতীয় ফুটবলার, যিনি বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE