নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের ‘বিতর্কিত’ জমি সংলগ্ন এলাকায় যাতে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয় সে জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী। এর প্রেক্ষিতে সোমবার অমর্ত্যের বাড়ি ‘প্রতীচী’ এবং বাড়ি সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং অমর্ত্যের পক্ষে প্রতিনিধিরা। বেশ কিছু ক্ষণ ধরে জমির মাপজোকের পর ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা জানান, রিপোর্ট আকারে তাঁরা আদালতের কাছে তথ্য জমা দেবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy