প্রতিবেদন: সৌরভ, চিত্রগ্রহণ: প্রচেতা, সম্পাদনা: অসীম
শুক্রবারের সেই ভয়াবহ রাতের পর ছ’দিন কেটে গিয়েছে। আপ করমণ্ডল এক্সপ্রেস লাইনে ফিরেছে বুধবার। চেন্নাইগামী করমণ্ডলের সফরসঙ্গী হয়ে আনন্দবাজার অনলাইন সাক্ষী থেকেছে যাত্রীদের উৎকণ্ঠা, উদ্বেগের। কামরায় কামরায় আলোচনার একটাই বিষয়: শুক্র-সন্ধ্যার বিভীষিকা। বুধবার রাত ৯টা ২৫ মিনিটে যখন বাহানগা বাজার পার করছে করমণ্ডল, তখন রাতের ট্রেনের জানলায় জানলায় উৎসুক চোখের ভিড়। যদি এক ঝলকে নজরবন্দি করে নেওয়া যায় বাইরের ধ্বংসচিত্র। যাত্রীদের মধ্যে কেউ কেউ আবার ব্যস্ত দুর্ঘটনাস্থলের ছবি মোবাইলবন্দি করতে। সকালের বাহানগা বাজারে আবার আর এক রকম ‘নজরদারি’র ছবি ধরা পড়ল। সিবিআইয়ের দল খতিয়ে দেখছে দুর্ঘটনাস্থল, চলছে প্রমাণ সংগ্রহের কাজ। দুর্ঘটনার ছ’দিন পরেও নজরে বালেশ্বরের ছোট্ট গ্রাম বাহানগা বাজার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy