Advertisement
০৫ নভেম্বর ২০২৪
ChristMas Day

বড়দিনের পার্ক স্ট্রিট যেন দুর্গাপুজোর অষ্টমী, পায়ে পায়ে জনতার মিছিল মিশেছে অ্যালেন পার্কে

জনজোয়ার। পার্কস্ট্রিট মোড় থেকে মাদার টেরিজা সরণি হয়ে উৎসবের মিছিল চলেছে অ্যালন পার্কে।

প্রতিবেদন: রিঙ্কি

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৩
Share: Save:

পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসব। আলোতে সেজে উঠেছে গোটা মাদার টেরিজা সরণি। রাস্তার দু’ধারের ইমারতের মাঝপথ দিয়ে তৈরি হওয়া জাগতিক ক্যানভাসকে যেন আরও মহাজাগতিক রূপ দিয়েছে শৃঙ্খলাবদ্ধ আলো। ক্রিসমাসের ‘গ্যালাক্সি’ দিক নির্দেশ করে নিয়ে যাচ্ছে গন্তব্যে। মেট্রো স্টেশন থেকে চতুষ্পদী মোড়, ট্রিঙ্কাস, দ্য পার্ক, অক্সফোর্ড, কুসুম রোলের ভিড় ঠেলে মিছিল চলে যাচ্ছে অ্যালেন পার্ক পর্যন্ত। বছরের পর বছর, ধারাবাহিক এই ছবির ব্যতিক্রম নেই। এ বছরও তাই। বরং আরও একটু বেশিই বোধহয়। রাস্তায় আনন্দের মিছিল আর নিজস্বী শিকারিদের নিরাপত্তার ঘেরাটোপে চলমান রেখেছে প্রশাসন। যান চলাচল থমকে গেলেও সচল কলকাতা পুলিশের চোখ। চক্রব্যূহের নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই পার্কস্ট্রিট সুর তুলেছে— ‘জিঙ্গল বেল, জিঙ্গল বেল...’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE