Advertisement
০৫ মে ২০২৪
Assam

বন্যার কবলে প্রায় ৩৮ হাজার অসমবাসী, ধসে বিপর্যস্ত সিকিম

বর্ষার শুরুতেই বিধ্বস্ত উত্তর-পূর্ব ভারত। অতি ভারী বর্ষণের ফলে বন্যা অসমে, ভূমিধ্বসে বিপর্যস্ত সিকিমের যোগাযোগ ব্যবস্থা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২৩ ১৪:৩৬
Share: Save:

অসমে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির পথে। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র-সহ বেশ কয়েকটি নদী। লখিমপুর, ধেমাজি, তিনসুকিয়া, নওগাঁ-সহ ১৪টি জেলার প্রায় ৩৮ হাজার লোক ক্ষতিগ্রস্ত। মাইলের পর মাইল কৃষিজমি জলে ডুবে। খোলা হয়েছে ১১টি ত্রাণশিবির। আগামী বৃহস্পতিবার পর্যন্ত অসমের বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে। ফলে দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা। অন্য দিকে, ভারী বর্ষণের ফলে একের পর এক ভূমিধসের ঘটনা সিকিমে। উদ্ধার করা হয়েছে প্রায় ৪ হাজার পর্যটককে। বন্যা ও ধসের জোড়া ফলায় ব্যাহত যোগাযোগ ব্যবস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE