Advertisement
০৩ মে ২০২৪
Mamata Banerjee

পঞ্চায়েতে বাংলার মতো শান্তিপূর্ণ মনোনয়ন আর কোনও রাজ্যে হয় না: মমতা

ভাঙড়ের ঘটনা গুন্ডারা করেছে, তৃণমূল করেনি: মমতা বন্দ্য়োপাধ্য়ায়

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ডায়মন্ড হারবার শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৮:৩০
Share: Save:

কাকদ্বীপে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচির সমাপ্তি সভা থেকে বিরোধীদের তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে পঞ্চায়েত ভোটে মনোনয়ন দেওয়া নিয়ে শাসকের বিরুদ্ধে বিরোধীদের সব অভিযোগ নস্যাৎ করে এ দিন তৃণমূল নেত্রী বলেন, “বৃহস্পতিবার পর্যন্ত ২ লক্ষ ৩১ হাজার মনোনয়ন জমা পড়েছে। তার মধ্যে তৃণমূল মনোয়ন দিয়েছে ৮২ হাজার। বাকি দেড় লক্ষ, সব বিরোধীরা মিলে মনোনয়ন জমা দিয়েছে।” তাঁর বক্তব্য, সারা দেশে বাংলার মতো আর কোনও রাজ্য নেই, যেখানে পঞ্চায়েতে এত মনোয়ন জমা পড়ে। এ দিন ভাঙড়ের ঘটনা প্রসঙ্গেও বিরোধীদের একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘ভাঙরের ঘটনা তৃণমূল করেনি, গুন্ডারা করেছে।’ আরও একধাপ এগিয়ে নির্বাচনী সন্ত্রাস নিয়ে সরাসরি সিপিএম-কে নিশানা করেছেন তিনি। এখানেই শেষ নয়, শীতলকুচির ঘটনা মনে করিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট পরিচালনা প্রসঙ্গে বিজেপিকেও বিঁধেছেন তিনি। কাকদ্বীপের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “৬১ হাজার বুথের মধ্যে ২টো জায়গার ঘটনার জন্য কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী মণিপুরেও গিয়েছে, সেখানে কী করেছে তারা! শীতলকুচিতে ৪ জন সংখ্যালঘু ভাই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা গিয়েছেন। আর একজন ছিলেন রাজবংশী।” ‘রাম-বাম’ ছাড়াও কাকদ্বীপের সভায় মমতার নিশানায় ছিল প্রদেশ কংগ্রেসও। রাজ্যে তৃণমূল-বিরোধিতা আর দিল্লিতে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সাহায্য চাওয়া— কংগ্রেসের এই রাজনীতির চরম বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE