প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: বিজন
বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে ওড়িশার তিনটি সরকারি হাসপাতালে। রেল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, আহতের সংখ্যা ৮০৩। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ জন। শনিবার সকালে বালেশ্বর জেলা হাসপাতালে ভর্তি আহতদের সঙ্গে দেখা করে যান ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বিকেলে সেই একই হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেল ইতিমধ্যেই জানিয়েছে গুরুতর আহতদের এককালীন ২ লক্ষ টাকা এবং অল্প চোট-আঘাত যাঁরা পেয়েছেন, তাঁদের এককালীন ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। মোদীর সঙ্গে কী কথা হল হাসপাতালে ভর্তি আহত যাত্রীদের? আনন্দবাজার অনলাইনে তারই বিবরণ দিলেন বালেশ্বর হাসপাতালে চিকিৎসাধীন এক যাত্রী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy