Advertisement
০৪ মে ২০২৪
Wrestlers' protest

‘মেয়েদের মাথা ঝুঁকতে দেব না’, কুস্তিগিরদের পদক বিসর্জন আটকে ৫ দিন সময় চাইলেন কৃষক নেতা

গোটা বিষয়টির তদন্ত চলছে। অপরাধ প্রমাণ হলে পুলিশ গ্রেফতারও করবে: ব্রিজভূষণ শরণ সিংহ

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ মে ২০২৩ ২০:১২
Share: Save:

কুস্তিগিরদের আন্দোলনে উত্তাল দিল্লি। সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বিনেশ ফোগতদের মতো আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগিরদের দাবি, জাতীয় কুস্তিগির সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহকে গ্রেফতার করতে হবে। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ মহিলা কুস্তিগিরদের। দীর্ঘ আন্দোলনের পরও কেন বিজেপি সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না? কেন সরকারের তরফে ব্রিজভূষণ শরণ সিংহকে আড়ালের চেষ্টা করা হচ্ছে? এই সব প্রশ্নকে সামনে রেখেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাক্ষী, বজরং, বিনেশরা। সেখানেও পুলিশি নির্যাতনের অভিযোগ। কুস্তিগিরদের আটক করতে গিয়ে ধস্তাধস্তি এবং টানা-হিঁচড়ে করার ঘটনায় আরও উত্তাল হয় পরিস্থিতি। প্রতিবাদে নিজেদের অর্জিত পদক বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেন কুস্তিগিররা। সেই উদ্দেশে মঙ্গলবার হরিদ্বারে সমবেত হন সাক্ষী, বজরং, বিনেশদের মতো আরও অনেকে। শেষ মুহূর্তে কুস্তিগিরদের পদক বিসর্জন ‘আটকে’ দেন কৃষক নেতা নরেশ টিকায়েত। পদকগুলো নিজের কাছে রেখে কুস্তিগিরদের কাছে ৫ দিন সময় চেয়ে নিয়েছেন ভারত কিষাণ ইউনিউনের সভাপতি। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “গোটা সরকার একজনকে বাঁচাতে চাইছে। দেশ চুপ থাকবে না। আমরা দেশের মেয়েদের মাথা ঝুঁকতে দেব না। লড়াইয়ের শেষ দেখে ছাড়ব।” আগামী দিনে বৈঠক করে আন্দোলনের রূপরেখা তৈরি হবে বলেই মন্তব্য করেছেন নরেশ টিকায়েত। অন্যদিকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে ব্রিজভূষণ শরণ সিংহের বক্তব্য, “গোটা বিষয়টির তদন্ত চলছে। অপরাধ প্রমাণ হলে পুলিশ গ্রেফতারও করবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE