‘মোদী’ পদবী নিয়ে আপত্তিকর মন্তব্য। দোষী সাব্যস্ত রাহুল গান্ধীর ২ বছরের কারাদণ্ড, বাতিল হল সাংসদ পদ। প্রতিবাদে কংগ্রেস। রাজঘাটে ‘সঙ্কল্প সত্যাগ্রহ’ কর্মসূচি থেকে নাম না করে নরেন্দ্র মোদীকে নিশানা প্রিয়ঙ্কা গান্ধীর। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কার মন্তব্য, “রাহুল গান্ধী কী এমন করেছেন? দু’টো প্রশ্নই তো করেছেন। গণতন্ত্রের অর্থই তো প্রশ্ন তোলা। প্রশ্ন তোলার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। দেশের জনতা কী দেখতে পাচ্ছে না? আপনারা চোখ খুলুন। এই গোটা সরকার, গোটা মন্ত্রিসভা কেন একটা মানুষকে বাঁচাতে চাইছে? এই আদানি কে, যাঁর নাম উঠলেই তাঁকে আশ্রয় দেওয়ার কথা ভাবা হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী ক্ষমতার আড়ালে লুকিয়ে আছেন, আপনি কাপুরুষ। চাইলে আমাকেও গ্রেফতার করুন।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy