Advertisement
১৫ অক্টোবর ২০২৪
Iftar Party

ইবাদতের পর উদযাপন, মহিলাদের জন্য ইফতার আয়োজনে প্রিয়দর্শিনী

প্রিয়দর্শিনী হাকিমের ইফতার পার্টিতে তারকা সমাবেশ। মধ্যমণি নুসরত।

প্রতিবেদন: বৃষ্টি, চিত্রগ্রহণ: শুভদীপ, সম্পাদনা: বিজন

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ১০:১০
Share: Save:

মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়দর্শিনী হাকিমের উদ্যোগে ইফতার। সেই ইফতারে নক্ষত্র সমাবেশ। অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান তো ছিলেনই, প্রিয়দর্শিনীর ইফতার দাওয়াতে সামিল হলেন কলকাতা পুরসভার চেয়ারপার্সন তথা দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার পুরপ্রতিনিধি অনন্যা বন্দ্যোপাধ্যায় থেকে কাজরী বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব। রমজানে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের ইফতার পার্টির খ্যাতি সর্বজনবিদিত। তবে এই প্রথম মহিলাদের আয়োজনে ইফতার আয়োজন করে এক কথায় দৃষ্টান্তই তৈরি করলেন মেয়রের মেয়ে প্রিয়দর্শিনী। তাঁর কথায়, “অনেক জায়গায়ই ইফতারে অনেক ছেলেরা থাকে। সেক্ষেত্রে মহিলারা মন খুলে আনন্দ করতে পারেন না। মহিলারা যেন মন খুলে আনন্দ করতে পারে, সে কারণেই মহিলাদের উদ্যোগে এই বিশেষ ইফতার আয়োজনের কথা ভেবেছি।” প্রিয়দর্শিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নুসরত জাহান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE