Advertisement
০১ মে ২০২৪
Sougata Roy

বিজেপি গায়ের জোরে সংসদ অচল করে দিচ্ছে, ৪৫ বছরের সংসদীয় জীবনে এই ঘটনা বিরল: সৌগত রায়

আদানি ইস্যুতে সুপ্রিম কোর্ট পরিচালিত তদন্ত চায় তৃণমূল: সৌগত রায়

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১৯:৫৪
Share: Save:

সংসদ অধিবেশনের মধ্যেই সাংবাদিক বৈঠক ডেকে বিজেপিকে নিশানা তৃণমূলের। সংসদ ‘অচল’ হওয়া নিয়ে শাসক দলকেই তোপ। বৃহস্পতিবার যৌথ সাংবাদিক বৈঠকে বিজেপিকে তুলোধানা করেন ডেরেক ও’ব্রায়েন এবং সৌগত রায়। রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক প্রথমেই আদানি ইস্যুতে বিজেপির ভূমিকার কড়া নিন্দা করেন। সেই সুরে সুর মিলিয়ে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “দেশের সব থেকে বড় বিমা সংস্থার থেকে টাকা নিয়েছে। এসবিআই থেকে ২৭ হাজার কোটি টাকা নিয়েছে, সেখানেও আম জনতার আমানত রয়েছে। তৃণমূল চায়, আদানির লুঠের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পরিচালিত তদন্ত হোক।” দেশের বিরোধী দলগুলোর উদ্দেশে তাঁর আর্জি, “যে সব রাজ্যে বিরোধী দলের সরকার রয়েছে, তারা তাদের রাজ্যে আদানির কার্যকলাপ নিয়ে তদন্ত করুক।” আরও একধাপ এগিয়ে তিনি এও বলেন, “আমার ৪৫ বছরের সংসদীয় জীবনে এমন ঘটনা বিরল। কখনও দেখেনি শাসক দল নিজেই সংসদ অচল করে দিচ্ছে। সংসদে বিশৃঙ্খলার জন্য বিজেপিই দায়ী।” এখানেই শেষ নয়। বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠক থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও তোপ দাগতে পিছপা হননি সৌগত রায়। তাঁর বক্তব্য, “মনমোহন সিংহ জবাব দিতেন, এখন প্রধানমন্ত্রী সংসদে কোনও উত্তর দেন না।” ইদানিংকালে যে ভাবে সংসদে বিল পাশ করিয়ে নেওয়া হচ্ছে, সে বিষয়েও উষ্মা প্রকাশ করেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE