Advertisement
০২ মে ২০২৪
Dol Purnima

গোলাপি, হলুদ, সাদা— দোলের বাজারে আবিরের সঙ্গে মিলে যাচ্ছে মঠের রং

স্বাস্থ্য সচেতনতার যুগে বিক্রি কমেছে মঠের। তাও, কলকাতা শহরের সাবেকি বাড়ি থেকে আসে বড়ো আকারের মঠের বায়না।

প্রতিবেদন: প্রিয়ঙ্কর ও শ্রাবস্তী, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: শুভাশিস

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৩ ০৯:০৭
Share: Save:

গরম চিনির মণ্ড জমাট বাঁধছে ছাঁচের মধ্যে। ছাঁচ আলগা করলেই বেরিয়ে আসছে ছোট ছোট মন্দিরের চূড়া, পাতা, ঘোড়া, হাঁস—গোলাপি, হলুদ, সাদা। তৈরি হচ্ছে মঠ। দোলের আবিরের সঙ্গে আবশ্যিকভাবে উচ্চারিত হয় মঠ, মুড়কি, ফুটকড়াই। দোলপূর্ণিমার কয়েকদিন আগে থেকেই দোকান রঙিন হয়ে ওঠে মঠে। এই শহরেই আছে মঠ তৈরির কারখানা। প্রায় এক সপ্তাহ আগে থেকে বিভিন্ন জেলা থেকে আসেন কারিগরেরা। আগে কাজ চলত এক মাস ধরে। তবে, বাঙালি এখন স্বাস্থ্য সচেতন। তাই, কমেছে চাহিদা। বন্ধ হয়েছে বেশ কিছু মঠ তৈরির কারখানা। তাও, এখনও ঐতিহ্য মেনে বা গোপাল ঠাকুরের প্রসাদের জন্য বিক্রি হয় মঠ। কলকাতা শহরের সাবেকি বাড়ি থেকে আসে বড়ো আকারের মঠের বায়না। ফাগের সঙ্গে মিশে যায় মঠের রং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE