প্রতিবেদন: প্রচেতা
নবম-দশম এবং গ্রুপ ডি-র পর এ বারে গ্রুপ সি। কলকাতা হাই কোর্ট এসএসসিকে নির্দেশ দিয়েছিল, ২০১৬-এর গ্রুপ সি পদের আরএলএসটি পরীক্ষার সন্দেহজনক ওএমআর শিট আবার খতিয়ে দেখে তা প্রকাশ করতে হবে। বৃহস্পতিবার এসএসসি তাদের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে জানাল ২০১৬ সালের এসএসসি গ্রুপ সি পদের চাকরিপ্রার্থীদের মধ্যে কাদের ওএমআর শিটে গরমিল ধরা পড়েছে। মোট ৩,৪৭৭ জনের ওএমআর শিট পরীক্ষা করে দেখা হয়েছিল। তার মধ্যে ৩,১১৫ জনের ক্ষেত্রেই গোলমাল ধরা পড়েছে। মাত্র ৩৬২ জনের ওএমআরে কোনও বিকৃতি নেই। সূত্রের খবর, ৩,১১৫ জনের মধ্যে অনেকেরই নম্বর কমিয়ে দেওয়া হয়েছিল। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “আদালতের নির্দেশে তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে কী পদক্ষেপ হবে তা আদালত জানাবে।”
এর আগে নবম-দশম এবং গ্রুপ ডি-র ক্ষেত্রে ওএমআর শিট যাচাই করে চাকরি বাতিল হয়েছিল বহু চাকরিপ্রার্থীর। এ বার গ্রুপ সি পদেও কি একই ভাবে চাকরি হারাবেন তিন হাজারেরও বেশি মানুষ? আগামী দিনে আদালতের নির্দেশের দিকে তাকিয়ে সব মহল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy