Advertisement
২৮ মার্চ ২০২৩
Sayani Ghosh

দেবের হয়ে সায়নীর ব্যাটিং, ‘কলিং বেল বাজাচ্ছেন’ হিরণকে নিয়ে রসিকতা দেবাংশুর

‘তৃণমূলের দরজায় কলিং বেল বাজাচ্ছেন’, হিরণকে নিয়ে রসিকতা দেবাংশুর।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ১৭:১০
Share: Save:

দেবকে তোপ হিরণের! এবার হিরণকে পাল্টা তোপ সায়নীর। শনিবার বিধানসভার ২ নং গেটের বাইরে সাংবাদিক বৈঠক ডেকে দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে এনামুল হকের (গরু পাচারকাণ্ডে অভিযুক্ত) থেকে টাকা নিয়ে ছবি তৈরির অভিযোগ করেন হিরণ চট্টোপাধ্যায়। তিনি অস্বীকার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের কথাও। দুপুরেই তার জবাব দিয়েছিল তৃণমূল। ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠকের ছবি ‘কৃত্রিম’ হলে মামলা করুন, হিরণ নিয়ে আগেই এই মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রবিবার আরও একধাপ এগিয়ে হিরণকে সোজাসুজি চ্যালেঞ্জই দিয়ে বসলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। ‘জনপ্রিয়তায় দেবের ধারের কাছে নেই, ক্ষমতা থাকলে প্রতিযোগিতায় নামুন’— খড়্গপুরের অভিনেতা-বিধায়ককে চ্যালেঞ্জ সায়নীর। হিরণের তৃণমূলে ‘ঘরওয়াপসি’ প্রসঙ্গে দেবাংশুর বক্তব্য, “কলিং বেল যে খুশি বাজাতেই পারেন... দরজা খোলার সিদ্ধান্ত দলই নেবে”। তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য মনে করেন, “প্রচারে আসার জন্যই হিরণ এ সব করছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.