প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: অতনু, সম্পাদনা: সুব্রত
জাতীয় শিক্ষানীতির খসড়া প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। পশ্চিমবঙ্গ প্রথমে বিরোধিতা করলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত ‘কারিকুলাম ফর ক্রেডিট ফ্রেমওয়ার্ক’কে এই রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে চালু করার নির্দেশ দিয়েছেন। রাজ্যের এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিভিন্ন ছাত্র সংগঠনগুলির কেউ কেউ চার বছরের স্নাতক পাঠক্রমকে স্বাগত জানালেও, কেউ কেউ এর তীব্র বিরোধিতা করেছেন। বিরোধীদের দাবি, তিন বছরের স্নাতকের ক্ষেত্রেই পড়ুয়ারা পড়াশোনা বিমুখ হয়ে পড়ছেন। চার বছরে পড়ুয়াদের লেখাপড়া সম্পর্কে ভীতি আরও বাড়বে। কারোর আবার দাবি, কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি সার্টিফিকেট বিক্রির কেন্দ্রে পরিণত হবে। সস্তার শ্রমিক তৈরি করার ‘ষড়যন্ত্রে’র অভিযোগও তোলেন অনেকে। যদিও কেউ কেউ আবার দাবি করছেন মাতৃভাষায় শিক্ষার আগ্রহ বাড়াবে জাতীয় শিক্ষানীতি। আলোচনা-সমালোচনার মধ্যেই এই রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে সরব ছাত্র সংগঠনগুলি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy