সোমবার সকাল থেকে একের পর এক ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া। সমাজমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিয়োতে দেখা যাচ্ছে ভূমিকম্পের পরে ভেঙে পড়ছে বহুতল, প্রিয়জনের দেহ আঁকড়ে শোকার্ত মানুষ, কেউ বা অধীর অপেক্ষায়, যদি ধ্বংসস্তূপ থেকে চেনা স্বর শুনতে পাওয়া যায়।