Advertisement
০২ মে ২০২৪
ecl

খনির বিস্ফোরণে ধ্বংস হচ্ছে ঘর, দফতরে ভাঙচুর স্থানীয়দের

খোলামুখ খনিতে বিস্ফোরণের কারণে ভাঙছে ঘরবাড়ি! বিপন্ন জীবন। এই অভিযোগে রানিগঞ্জের তিরাট খনিতে ইসিএলের দফতরে ভাঙচুর চালালেন গ্রামবাসীরা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
রানিগঞ্জ শেষ আপডেট: ১৬ মে ২০২৩ ১৭:৪৬
Share: Save:

খোলামুখ খনিতে বিস্ফোরণের কারণে ভাঙছে ঘরবাড়ি! বিপন্ন জীবন। এই অভিযোগে রানিগঞ্জের তিরাট খনিতে ইসিএলের দফতরে ভাঙচুর চালালেন গ্রামবাসীরা। খনি ছেড়ে পালালেন আধিকারিকেরা। গত কয়েক দিন ধরেই এই খনির দফতরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, কয়লা তোলার জন্য খনিতে বিস্ফোরণ ঘটানো হচ্ছে। তার জেরে ঘর-বাড়িতে ফাটল ধরছে। নামছে ধস। জলস্তর নেমে যাচ্ছে। দখল হচ্ছে অনিচ্ছুক মালিকদের জমি। প্রতিবাদে নামেন গ্রামবাসীরা। আন্দোলনের কারণে বন্ধ ছিল কয়লা উত্তোলন। সোমবার রাতে গ্রামবাসীরা খবর পান, খনিতে উৎপাদন চালু হয়েছে। ক্ষতিপূরণ না দিয়ে কেন কাজ চলছে? ক্ষোভ জানিয়ে মঙ্গলবার খনিতে ঢুকে পড়েন গ্রামবাসীরা। ভাঙচুর চালান দফতরে। তাঁদের আরও অভিযোগ, এলাকার যুবকদের ওই কয়লা খনিতে কাজ দেওয়ার কথা থাকলেও, তা দেওয়া হচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE