Advertisement
২৭ জুলাই ২০২৪
Locked Out Jute Mill

১৫ মাস ধরে বন্ধ চটকল, কারখানা খোলার দাবিতে পথে গোন্দলপাড়ার শ্রমিকেরা

চটকল মজুরদের অভিযোগ, মাঝেমধ্যেই শ্রমিক আবাসনের বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ করে দেন নতুন মালিক।

নিজস্ব সংবাদদাতা
চন্দননগর শেষ আপডেট: ০২ মে ২০২৩ ২০:০০
Share: Save:

দীর্ঘ ১৫ মাস ধরে বন্ধ গোন্দলপাড়া চটকল। শ্রমিক আবাসনে আলো, বিদ্যুতের জোগানও প্রায় দিন বন্ধ করে দেন চটকলের মালিক। এই বিষয়ে মঙ্গলবার চন্দননগরে পথে নামলেন শ্রমিকেরা। পাঁচ জনের প্রতিনিধি দল মঙ্গলবার মহকুমাশাসক অয়ন দত্তগুপ্ত এবং যুগ্ম উপ শ্রম আধিকারিক কল্লোল চক্রবর্তীর কাছে স্মারকলিপি জমা দেন। তাঁদের দাবি, চটকল খুলতে হবে। আলো, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা যাবে না। অভিযোগ, আর্থিক অনটনের জন্য চিকিৎসার অভাব এবং আত্মঘাতী হয়ে গত ১৫ মাসে চটকলের প্রায় ৪০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার শ্রমিকেরা পথে নেমে দাবি করলেন, চটকল খুলতে হবে। কারখানার নতুন মালিক এসে যে ভাবে আলো-জল সরবরাহ বন্ধ করেছেন, তার জন্য তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান শ্রমিকেরা।শ্রমিক নেতা ও চন্দননগরের প্রাক্তন সিপিএম বিধায়ক রতন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অবিলম্বে গোন্দলপাড়া জুটমিল খুলতে হবে। কারখানা বন্ধ থাকাকালীন অবস্থায় বকেয়া সরকারী ভাতা শ্রমিকদের অবিলম্বে প্রদানের সঙ্গে সঙ্গে অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া গ্র্যাচুইটির টাকা আদায় করতে হবে। তাঁদের পেনশন সংক্রান্ত কাগজ করে দিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE