Advertisement
২১ মে ২০২৪
CV Ananda Bose

উপাচার্য নিয়োগ নিয়ে যাবতীয় সমালোচনার জবাব, ব্রাত্যকে পাত্তাই দিলেন না বোস

শনিবার রাতে নবান্ন এবং দিল্লিতে গোপন চিঠি পাঠিয়েছিলেন। সোমবার রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই চিঠি নিয়ে খোলসা করে কিছু বলতে চাইলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস।

প্রতিবেদন: প্রচেতা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৪
Share: Save:

যে কোনও সমস্যায় তিনি তাঁর সাংবিধানিক সহকর্মী অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন, তাঁর কোনও ‘জুনিয়র কর্মী’র মন্তব্যের প্রতিক্রিয়া দিতে তিনি নারাজ। রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন সিভি আনন্দ বোস। শনিবার রাতে নবান্ন ও দিল্লিতে মুখবন্ধ খামে গোপন চিঠি পাঠিয়েছিলেন। তাঁর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন মধ্যরাতের ‘অ্যাকশন’-এর জন্য অপেক্ষা করতে। কী আছে সেই চিঠিতে? এ দিন রাজ্যপাল বোস বলেন, “যা গোপনীয়, তা গোপনীয়ই।” কেন এ ভাবে চিঠি পাঠানোর দরকার হল? জবাবে সিভি আনন্দ বোস বলছেন, “আমি কিছু জানাতে চেয়েছিলাম।” তিনি জানান, মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের আগে তিনি কোনও বিতর্ক চান না।

প্রসঙ্গত, গত শনিবার সকালে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যপাল। সেখান থেকে বেরোনোর সময় সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি বলেন, “আজ মধ্যরাতের জন্য অপেক্ষা করুন। অ্যাকশন কাকে বলে দেখতে পাবেন।” নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যপালের এমন মন্তব্যকে কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী লেখেন, “সাবধান! সাবধান! সাবধান! শহরে নতুন রক্তচোষা (ভ্যাম্পায়ার) এসেছে। নাগরিকেরা দয়া করে সতর্ক থাকুন। ভারতীয় পুরাণ অনুযায়ী, ‘রাক্ষস প্রহরের’ জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।” তাঁর এমন কটাক্ষের পর চুপই ছিলেন বোস। সোমবার নাম না করে শিক্ষামন্ত্রীকে কার্যত নীরব বার্তা দিয়েছেন রাজ্যপাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE