২০০৭-এ বলেছিলেন, রাজনীতি তাঁর জায়গা নয়। ২০২৪-এর ৮ অগস্ট সেই রাজনীতির অলিন্দেই প্রবেশ। রাজনৈতিক ক্ষমতার সঙ্গে মোহাম্মদ ইউনূসের সম্পর্ক আজকের নয়। এক সময় রাজনৈতিক দল করার কথা ঘোষণা করেও পিছিয়ে এসেছিলেন। হাওয়ায় ভাসে, শেখ হাসিনার সঙ্গে নোবেলজয়ীর দ্বন্দ্বের শুরু সেখান থেকেই। এক সময় গোটা বাংলাদেশ আলোড়িত করা ‘মাইনাস টু ফরমুলা’র সঙ্গেও নাকি তিনি জড়িত ছিলেন, এমনটাই অভিযোগ আওয়ামী লীগের। কবে, কী ভাবে মুজিব-কন্যার বিরাগভাজন হলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা? ইউনূস কি অন্য রাজনীতির দিশা দেখাতে পারবেন বাংলাদেশকে? নাকি ফের ২০০৭-০৮ সালের সেনা-চালিত তদারকি সরকারের অশান্ত পরিবেশই ফিরে আসবে?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy