ভাদ্র মাসের শুক্লাচতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। সেদিন ধূমধামে পুজো করা হয় গণেশের।মুম্বই এ মহাসমারোহে পালিত হয় গণপতি বাপ্পার পুজো। টানা দশদিন ধরে চলে এই উৎসব।তবে মুম্বইয়ের গন্ডি ছেড়ে গজানন পুজিত হন প্রায় সকলের ঘরে ঘরে।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
Twitter এবং
Instagram পেজ)