Advertisement
১০ মে ২০২৪
Arambag

‘১০ চাকার লরিতে পিষে মারব’, বাইক থামাতেই পুলিশকে হুমকি যুবকের

দুই বাইক আরোহীকে আটক করে আরামবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশের সঙ্গে বচসা যুবকের।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২০ ১৮:০০
Share: Save:

রাস্তায় দাঁড়িয়ে গাড়ির নথিপত্র পরীক্ষা করছিলেন পুলিশকর্মীরা। কিন্তু তা বলে ‘লোকাল ছেলে’কে আটকাবেন? পুলিশের এমন ‘বাড়বাড়ন্ত’তে এক্কেবারে রেগে কাঁই দুই ‘কীর্তিমান’। হুমকি দিয়ে বসলেন, ‘‘১০ চাকার লরি দিয়ে পিষে মারব।’’ আপাতত শ্রীঘরে দু’জনেই।

হুগলির আরামবাগ থানার পক্ষ থেকে প্রত্যেক দিনের মতো শুক্রবার চলছিল গাড়ি চেকিং। পল্লিশ্রী মোড়ের কাছে কর্তব্যরত পুলিশকর্মীরা একটি বাইক আটকান। তাতে ছিলেন দুই আরোহী। বাইকের কাগজ দেখতে চাইতেই রীতিমতো হম্বিতম্বি শুরু করেন ওই দু’জন। কখনও ‘আমরা লোকাল ছেলে’, কখনও বা ‘কাজটা ভাল করছেন না’— পুলিশকে লক্ষ্য করে চলতে থাকে এমন সব শাসানি।

কিন্তু কর্তব্যরত সাব ইনস্পেকটর প্রীতম সরকার দু’জনকে পাশে দাঁড়াতে বলেন। তখনই এক জন হুমকি দেয়, ‘‘আমাকে চিনে রাখ। আমি লরি চালাই। বুকের উপর ১০ চাকা লরি তুলে দিয়ে পিষে মারব।’’

আরও কিছু ক্ষণ বচসা চলার পর দুই বাইক আরোহীকে আটক করে আরামবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন: অমিতের মুখে ‘তোষণ-অভিযোগ’ দক্ষিণেশ্বরে, সৌগত শেখালেন ‘যত মত তত পথ’

আরও পড়ুন: শাহি-সাক্ষাৎ সেরে খুশির হাওয়া ‘কাননে’, চেনা মাঠেই নামার পথে প্রাক্তন মেয়র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE