Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Gangasagr Mela

Gangasagar Mela 2022: করোনা বলে কিছু নেই! 'মা করুণার দয়া' দেখছে গঙ্গাসাগর

গঙ্গাসাগর মেলা হয়ে গিয়েছে। সেখান থেকে মানুষ ফেরার পর কী হবে তা এখনও অজানা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ২৩:৫৩
Share: Save:

হাই কোর্টের নির্দেশ ছিল করোনাবিধি মেনে গঙ্গাসাগর মেলা করতে হবে। কিন্তু বাস্তব চিত্রটা ছিল কিছুটা আলাদা। বেশির ভাগের মুখে মাস্ক নেই, কোথাও মানা হচ্ছে না দূরত্ববিধি। তবে সব চেয়ে ভয়ঙ্কর চিত্রটা বোধ হয় করোনাকে অস্বীকার করার সাহস। গঙ্গাসাগর মেলায় এমন কিছু ছবি উঠে এল আনন্দবাজার অনলাইনের ক্যামেরায়।

কেউ বললেন, “ও সব করোনা বলে কিছু হয় না।” কারও মতে, “মানুষ প্রচুর পাপ করেছে, সেই জন্য মা করুণার দয়ায় এই সব হচ্ছে।” একজনের বিশ্বাস, “গঙ্গাসাগরে করোনা নেই, এখানে যাঁরা এসেছেন কারও করোনা হবে না।” কেউ বললেন, “করোনা-ফরোনা কিছু নয়, যখন ভোট আসে, তখন এ সব মনে পড়ে, নইলে কিছু নেই। কেউ এমনি মারা গেলেও সেটা করোনা বলা হয়।”

গঙ্গাসাগর মেলা হয়ে গিয়েছে। সেখান থেকে মানুষ ফেরার পর কী হবে তা এখনও অজানা। তবে করোনাকে তুচ্ছ ভাবার মানসিকতা সাধারণ জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে বলেই আতঙ্কে বিশেষজ্ঞরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE