
জয়ের পর তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। —নিজস্ব চিত্র।
তৃণমূল পেয়েছে ৫৫.১৫ শতাংশ ভোট, বিজেপি পেয়েছে ২৮.২৯ শতাংশ ভোট আর বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী পেয়েছে ১৫.২১ শতাংশ ভোট।
তৃণমূল— ১০২৭৫৯
বিজেপি— ৫২৭১০
কংগ্রেস— ২৮৩৪৮
নোটা— ২৫০২
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী তৃণমূল ৫০,০৪৯ ভোটে জয়ী।
বিজেপি এবং তৃণমূল মেরুকরণের রাজনীতি করেছে এবং তিনি ধর্মনির্বিশেষে ধর্মনিরপেক্ষ মানুষের ভোট পেয়েছেন বলে জানিয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ। গত বিধানসভা ভোটে কংগ্রেসের প্রার্থী আবুল কাশেম পেয়েছিলেন ২৫,০৭৬ ভোট। উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২৮,২৬২টি ভোট।
আনুষ্ঠানিক ভাবে এখনও ঘোষণা করা না হলেও কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। জয় নিশ্চিত হতেই তিনি বলেন, “মানুষকে ধন্যবাদ। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। সাম্প্রদায়িক রাজনীতি কালীগঞ্জের মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। বাংলাতেও এই রাজনীতির কোনও ঠাঁই নেই।” সব ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের ভোট তিনি পেয়েছেন বলে জানান তৃণমূল প্রার্থী।
তৃণমূল— ১০২১৭৯
বিজেপি— ৫২৪২৪
কংগ্রেস— ২৮২৬২
নোটা— ২৫০০
৪৯,৭৫৫ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজয়ী প্রার্থীর পিতা, কালীগঞ্জের প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন (লাল) আহমেদ ৪৬,৯৮৭ ভোটে জয়ী হয়েছিলেন। সে দিক থেকে দেখলে চার বছর পর পিতার জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন কন্যা।
উল্লাস তৃণমূলকর্মীদের। সোমবার নদিয়ার কালীগঞ্জে। —নিজস্ব চিত্র।
তৃণমূল— ৯১৪৮০
বিজেপি— ৪০১৪৬
কংগ্রেস— ২৬২২০
১৯ রাউন্ড গণনার শেষে তৃণমূল এগিয়ে ৫১৩৪৪ ভোটে।
কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দলের সাফল্যের জন্য সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের ধন্যবাদ ও প্রণাম জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুল ভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ।” একই সঙ্গে মমতা লেখেন, “আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।”
তৃণমূল— ৮৫ হাজার ৪৩
বিজেপি— ৩৭ হাজার ১৭৭
কংগ্রেস— ২৫ হাজার ৩১৩
১৮ রাউন্ড গণনার শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির আশিস ঘোষের চেয়ে ৪৭৮৬৬ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ।
তৃণমূল— ৭৭৬১০
বিজেপি— ৩২১৫৪
কংগ্রেস— ২৩২৭১
১৬ রাউন্ড গণনার শেষে ৪৫৪৫৬ ভোটে এগিয়ে তৃণমূল। মাঝে কয়েক রাউন্ড দ্বিতীয় স্থানে উঠে এলেও ফের তৃতীয় স্থানে নেমে গিয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। দ্বিতীয় স্থানে বিজেপি।
নবম রাউন্ডের গণনার শেষে
তৃণমূল ৪২ হাজার ৩৪৮
বিজেপি ১৮ হাজার ৯৫
বাম-কংগ্রেস ১৫ হাজার ০৭
অষ্টম রাউন্ডের গণনার শেষে
তৃণমূল— ৩৯ হাজার ৮৩৮
বিজেপি— ১৩ হাজার ২০
কংগ্রেস— ১৪ হাজার ৮৮৩
সপ্তম রাউন্ড গণনার শেষে তৃণমূলের ঝুলিতে ৩২৩০৮টি ভোট, কংগ্রেসের ঝুলিতে ১৩১৪৪টি ভোট আর বিজেপির ঝুলিতে গিয়েছে ১১৯৮৭টি ভোট। নোটা পেয়েছে ৬৩৯টি ভোট। সপ্তম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ১৯১৬৪ ভোটে। বিজেপি প্রার্থীর থেকে কংগ্রেস প্রার্থী ১১৫৭ ভোটে এগিয়ে গেলেন ।
ষষ্ঠ রাউন্ড গণনার শেষে তৃণমূলের ঝুলিতে ২৮৮৩২টি ভোট, বিজেপির ঝুলিতে ১১১২৪টি ভোট আর কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ১১০৭৭টি ভোট। নোটা পেয়েছে ৫৫৩টি ভোট। ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ১৬৯৪৭ ভোটে। এই রাউন্ডে কংগ্রেস প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী ৪৭ ভোটে এগিয়ে রয়েছেন।
প্রথম রাউন্ডের গণনার পর দ্বিতীয় স্থানে ছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। পরের রাউন্ডগুলিতে অবশ্য দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। তবে দুই দলের মধ্যে ভোটের ব্যবধান খুব বেশি নয়। চতুর্থ রাউন্ডে বিজেপি এবং কংগ্রেসের ভোট-ব্যবধান ছিল ৫৬৫। পঞ্চম রাউন্ডের পর তা আরও কমে হয়েছে ১৬৪।
পঞ্চম রাউন্ড গণনার শেষে তৃণমূলের ঝুলিতে ২৩৮৩২টি ভোট, বিজেপির ঝুলিতে ৯৩৭০টি ভোট আর কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৯২০৬টি ভোট। নোটা পেয়েছে ৪৫৮টি ভোট।
চতুর্থ রাউন্ড গণনার শেষে তৃণমূলের ঝুলিতে ১৮১৭২টি ভোট, বিজেপির ঝুলিতে ৭৯৯১টি ভোট আর কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৭৪২৬টি ভোট। নোটা পেয়েছে ৩৬২টি ভোট। চতুর্থ রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ১০১৮১ ভোটে।
তৃতীয় রাউন্ডের গণনার পর তৃণমূল ৭৪৬৪ ভোটে (প্রাপ্ত ভোট ১৩৭৬১) এগিয়ে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। প্রাপ্ত ভোট ৬২৯৭। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ৫৩০১। নোটা পেয়েছে ২৭৬টি ভোট।
দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ৮৭২৫। বিজেপি প্রার্থীর ৪১৭৬ আর বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর ৩২৮২। নোটার ঝুলিতে ১৭৮টি ভোট।
দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ ৪৫৪৯ ভোটে এগিয়ে গিয়েছেন। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy