Advertisement
০১ ডিসেম্বর ২০২৩
Leopard

বৃষ্টির জেরে বেড়েছে নালার জল, ডুয়ার্সের চা বাগান সংলগ্ন লোকালয়ে আশ্রয় চিতাবাঘের

মঙ্গলবার ডুয়ার্সের গেন্দাপাড়া চা বাগানে সিমেন্টের খুঁটির উপর বসে থাকতে দেখা গিয়েছে পূর্ণবয়স্ক এখটি চিতাবাঘকে।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৬:০১
Share: Save:

ডুয়ার্সের বিভিন্ন চা বাগান লাগোয়া লোকালয়ে সম্প্রতি বেশ কয়েকবার চিতাবাঘের দেখা মিলেছে। মঙ্গলবার ডুয়ার্সের গেন্দাপাড়া চা বাগানে সিমেন্টের খুঁটির উপর বসে থাকতে দেখা গিয়েছে পূর্ণবয়স্ক এখটি চিতাবাঘকে। টানা বৃষ্টির জেরে চা বাগানের বিভিন্ন নালা জলমগ্ন। তাই উঁচু জায়গায় আশ্রয় নিতেই সিমেন্টের খুঁটির উপর চিতাবাঘটি বসেছিল বলে জানিয়েছেন বন দফতরের কর্মীরা।

ওই চা বাগানের কাছেই লোকালয়। চিতাবাঘটি যাতে লোকালয়ে ঢুকে না যায়, সে দিকে ক়ড়া নজর রাখছে চা বাগান কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বিন্নাগুড়ি ওয়াইন্ড লাইফ স্কোয়া়ডে খবর দেওয়া হয়েছে। বনকর্মীরা এসে বাগান এলাকার শ্রমিকদের সচেতন করেছেন। চিতাবাঘটিকে ধরারও চেষ্টা করেছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE