Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৫ ডিসেম্বর ২০২১ ই-পেপার

পশ্চিমবঙ্গ

শব্দের জগতে গভীর শূন্যতা, চলে গেলেন শঙ্খ ঘোষ

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ২১ এপ্রিল ২০২১ ১৬:০৩


কারও কাছে অভিভাবকসম। কারও কাছে অগ্রজের সমান। তবে সকলেই একমত, বাংলা সাহিত্যের এক মহীরুহের শিকড় উপড়ে গিয়েছে। শব্দের জগতে ঘটেছে ছন্দপতন। প্রয়াত কবি শঙ্খ ঘোষ।

রাশভারী হলেও শঙ্খের কাছে যেতে, তাঁর পরামর্শ পেতে বাধা পাননি কেউ। বুধবার কবির প্রয়াণের পর এমনটাই প্রতিক্রিয়া তাঁর অনুরাগীদের। তার মধ্যে শঙ্খের অনুজপ্রতিম কবি-সাহিত্যিক থেকে শুরু করে সাহিত্যের শাখায় বিচরণকারীরাও রয়েছেন। সকলেই একমত, শঙ্খের উপস্থিতিতে সব সময়েই ভরসার আশ্বাস ছিল।

বিদ্রোহ থেকে শুরু করে প্রেমের অনুভূতি— শব্দকে হাতিয়ার করে সবেতেই অনায়াস বিচরণ করেছেন শঙ্খ। প্রতিবাদকে ভাষায় ফোটাতে কলমকে সঙ্গী করেছেন। সে ভাষায় কথা বলেছেন অগণিত মানুষ। বুধবার সকালে চলে গেলেন সে ভাষার স্রষ্টা। তাঁর প্রয়াণে তাই আজ শব্দের জগতে গভীর শূন্যতা।

Advertisement

আরও ভিডিয়ো