Advertisement
Back to

আলিপুরদুয়ার (এসটি)

পশ্চিমবঙ্গ

চা বাগান শ্রমিকদের ভোটব্যাঙ্কে ভর করে ১৯৭৭ থেকে টানা ১০ বার এই কেন্দ্রে জিতেছিল বামফ্রন্টের শরিক আরএসপি। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে ২০১৪ সালে আরএসপি-কে হারিয়ে তৃণমূলের দশরথ তিরকে জয়ী হলেও ২০১৯-এ তাঁকে হারতে হয় বিজেপির জন বার্লার কাছে। ২০২১-এর বিধানসভা ভোটে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি কেন্দ্র তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট এবং নাগরাকাটা দখল করেছিল বিজেপি। এই কেন্দ্রে ভোট ছিল প্রথম দফায় (১৯ এপ্রিল)।

পশ্চিমবঙ্গের অন্যান্য লোকসভা কেন্দ্র:

জলপাইগুড়ি (এসসি), দার্জিলিং, রায়গঞ্জ অন্যান্য
Advertisement
Advertisement