Advertisement
Back to

মেদিনীপুর

পশ্চিমবঙ্গ

স্বাধীনতার পরে এই আসন ভারতীয় জনসঙ্ঘের প্রার্থীর জয় দেখেছিল। পরবর্তী দু’দশক কংগ্রেসের দখলে থাকলেও সত্তরের দশকের শেষপর্ব থেকে চলে যায় বামেদের ঝুলিতে। ২০১৪-য় তৃণমূলের অভিনেত্রী প্রার্থী সন্ধ্যা রায় মেদিনীপুরে জিতেছিলেন। ২০১৯-এ তৃণমূলের মানস ভুইয়াঁকে হারিয়ে জেতেন বিজেপির দিলীপ ঘোষ। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে শুধু মাত্র খড়্গপুর সদরে বিজেপি জিতেছিল। তৃণমূল জিতেছিল বাকি ছ’টি আসন— এগরা, দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর, নারায়ণগড় এবং মেদিনীপুরে। এই কেন্দ্রে ভোট ছিল ষষ্ঠ দফায় (২৫ মে)।

পশ্চিমবঙ্গের অন্যান্য লোকসভা কেন্দ্র:

পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর (এসসি) অন্যান্য
Advertisement
Advertisement