Advertisement
Back to

কোচবিহার (এসসি)

পশ্চিমবঙ্গ

ব্রিটিশ জমানায় রাজন্যশাসিত রাজ্য কোচবিহার একদা কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। স্বাধীনতার পরে টানা ছ’টি লোকসভা ভোটে জিতেছিল কংগ্রেস। আবার ১৯৭৭ থেকে টানা ১০ বার জিতে রেকর্ড গড়েছিল ফরওয়ার্ড ব্লক। ২০১৯-এ জেতেন বিজেপির নিশীথ প্রামাণিক। এই লোকসভা আসনের সাতটির মধ্যে ছ’টি বিধানসভায় (মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলখুচি, দিনহাটা, নাটাবাড়ি) ২০২১-এ জেতেন পদ্মপ্রার্থীরা। তৃণমূল জিতেছিল শুধু সিতাইয়ে। পরে দিনহাটার উপনির্বাচনে তৃণমূল জেতে। এই কেন্দ্রে ভোট ছিল প্রথম দফায় (১৯ এপ্রিল)।

পশ্চিমবঙ্গের অন্যান্য লোকসভা কেন্দ্র:

আলিপুরদুয়ার (এসটি), জলপাইগুড়ি (এসসি), দার্জিলিং অন্যান্য
Advertisement
Advertisement