Advertisement
Back to
Presents
Associate Partners
সাত দফায় ভোট। গণনা ৪ জুন।

বিষ্ণুপুর (এসসি)

পশ্চিমবঙ্গ

১৯৬২ এবং ’৬৭-তে কংগ্রেসের জেতা এই আসন ১৯৭১ সাল থেকে টানা ১১টি লোকসভা নির্বাচনে সিপিএমকে জিতিয়েছিল। ২০১১-র বিধানসভা ভোটে কোতুলপুরে জেতা কংগ্রেস প্রার্থী সৌমিত্র খাঁ ২০১৪-য় দল বদলে তৃণমূলের টিকিটে বিষ্ণুপুর লোকসভায় দাঁড়িয়ে জয়ী হন। ২০১৯-এ আবার দল বদলে বিজেপির প্রার্থী হয়েও জেতেন তিনি। ২০২১-এর বিধানসভা ভোটে এই লোকসভার অন্তর্গত ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখীতে বিজেপি জিতেছিল। তৃণমূল জেতে বড়জোড়া এবং খণ্ডঘোষে। এই কেন্দ্রে ভোট ছিল ষষ্ঠ দফায় (২৫ মে)।

পশ্চিমবঙ্গের অন্যান্য লোকসভা কেন্দ্র:

বর্ধমান পূর্ব (এসসি), বর্ধমান দুর্গাপুর, আসানসোল অন্যান্য
Advertisement
Advertisement