Advertisement
Back to

বীরভূম

পশ্চিমবঙ্গ

১৯৫২-’৭১ ছ’জন কংগ্রেস সাংসদকে দেখেছে এই কেন্দ্র। ’৭১ থেকে ২০০৪ পর্যন্ত ১০টি ভোটে দেখেছে সিপিএমের প্রার্থীর জয়। রাজ্যে ক্ষমতার পালাবদলের আগেই ২০০৯ সালে এই ‘বামদুর্গে’ জিতেছিলেন তৃণমূলের শতাব্দী রায়। ২০১৪ এবং ২০১৯-এও তিনিই জয়ী। তবে ২০১৯-এ তাঁর মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছে বিজেপি। ২০২১-এর বিধানসভা ভোটে বীরভূম লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে ছ’টিই (সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাসন, নলহাটি এবং মুরারই) গিয়েছিল তৃণমূলের ঝুলিতে। বিজেপি জিতেছিল দুবরাজপুরে। এই কেন্দ্রে ভোট ছিল চতুর্থ দফায় (১৩ মে)।

পশ্চিমবঙ্গের অন্যান্য লোকসভা কেন্দ্র:

কোচবিহার (এসসি), আলিপুরদুয়ার (এসটি), জলপাইগুড়ি (এসসি) অন্যান্য
Advertisement
Advertisement