১৯৫২-’৭১ ছ’জন কংগ্রেস সাংসদকে দেখেছে এই কেন্দ্র। ’৭১ থেকে ২০০৪ পর্যন্ত ১০টি ভোটে দেখেছে সিপিএমের প্রার্থীর জয়। রাজ্যে ক্ষমতার পালাবদলের আগেই ২০০৯ সালে এই ‘বামদুর্গে’ জিতেছিলেন তৃণমূলের শতাব্দী রায়। ২০১৪ এবং ২০১৯-এও তিনিই জয়ী। তবে ২০১৯-এ তাঁর মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছে বিজেপি। ২০২১-এর বিধানসভা ভোটে বীরভূম লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে ছ’টিই (সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাসন, নলহাটি এবং মুরারই) গিয়েছিল তৃণমূলের ঝুলিতে। বিজেপি জিতেছিল দুবরাজপুরে। এই কেন্দ্রে ভোট ছিল চতুর্থ দফায় (১৩ মে)।