Advertisement
Back to

যাদবপুর

পশ্চিমবঙ্গ

একদা ‘বামদুর্গ’ হিসাবে পরিচিত এই কেন্দ্রে ১৯৮৪ সালে জিতে প্রথম বার সাংসদ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৮-এ তৃণমূলের প্রথম ভোটে এখানে জিতেছিলেন কৃষ্ণা বসু। ২০০৯-২০১৯ তিন বার তৃণমূলের তিন প্রার্থী কবীর সুমন, সুগত বসু এবং মিমি চক্রবর্তী জয়ী হয়েছেন। ২০২১-এর নীলবাড়ির লড়াইয়ে এই লোকসভার অন্তর্গত ভাঙড় থেকে জেতেন সংযুক্ত মোর্চার এক মাত্র মুখ, আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি। বাকি ছ’টি আসন বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, যাদবপুর এবং টালিগঞ্জে জেতে তৃণমূল। এই কেন্দ্রে ভোট সপ্তম দফায় (১ জুন)।

পশ্চিমবঙ্গের অন্যান্য লোকসভা কেন্দ্র:

কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, হাওড়া অন্যান্য
Advertisement
Advertisement